শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে কেরানীগঞ্জে দুইশিক্ষককে ৭দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার মডেল থানার আটিবাজার এলাকার গ্রিন ওয়েসিস কিন্ডারগার্টেনকে দুই শিক্ষককে ঊপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত দুজন নাম তৌহিদুল হোসেন মৃদুল ও শওকাত হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলন , আইন লঙ্ঘন করায় তাদেরকে এই শাস্তি দেয়া হয়েছে। এছাড়া কয়েকটি কোচিং সেন্টারকে সতর্ক করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে ।
করোনা প্রতিরোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। গত (১৭ মার্চ) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। একই সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয় । এর ধারাবাহিকতায় কেরানীগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন ।
এছাড়া কেরানীগঞ্জে মানুষের সমাগম হয় এরকম বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়। যারা গুজব ছড়িয়ে বাজারে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি বা মানুষকে বিপদে ফেলবে তাদের সতর্ক করেছেন। বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রিতনিধি পরামর্শ দেন তিনি।