বুধবার, ১৬ Jul ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে নতুন করে ২২ জন করোনা আক্রান্ত শনাক্ত মোট ১৭৩ জন। ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার আরো ২২ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এদের মধ্যে ৮ জন র্যাব সদস্য ও দুজন নারী স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে কেরানীগঞ্জে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৭৩ জন। শুক্রবার রাত ৮টায় এসব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন।জানা যায়, বাস্তা ইউনিয়নের এক ব্যক্তি (৬৬) জ্বর, কাশি নিয়ে ২৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তিনি করোনা আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা করেছিলেন যে ডাক্তার নার্সসহ ৬ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।এদিকে শুক্রবারের রিপোর্টে র্যাব ১০ কেরানীগঞ্জ ক্যাম্পের আরো ৭ সদস্য পজেটিভ হয়েছেন। এনিয়ে এই ক্যাম্পের ২০ সদস্যের করোনা সনাক্ত হয়েছে। এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষ্টাফ নার্সসহ দুই নারী স্বাস্থ্যকর্মী পজেটিভ হয়েছেন।