মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের পাঁচ সদস্য র্যাবের হাতে আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)
র্যাব মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গতকাল(২২শে জুন) মঙ্গলবার রাত দুইটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মাঠের কোনা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে মোঃ রনি (২৮),মোঃ কোরবান (২৫),মোঃ রিপন (২৫), মোঃ রতন (৩৩) ও মোঃ আকাশ (২৭) নামের ডাকাত দলের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ০১ টি রামদা, ০২ টি সুইচ গিয়ার চাকু, ০২ টি চাকু ও ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে আসছিল। এছাড়া তারা সংঘবদ্ধভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে বলে স্বীকার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।