রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার ।

কেরানীগঞ্জে থমথমে অবস্থা কঠোর নজরদারিতে প্রশাসন

কেরানীগঞ্জে থমথমে অবস্থা কঠোর নজরদারিতে প্রশাসন,

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের ফলাফল স্থগিত। হযরতপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার তাইবুর রহমান জানান ২৮ নভেম্বর, ২০২১ তারিখে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের অনুষ্ঠিত নির্বাচনে লংকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৩৭ ভোট কাস্ট হয়। তবে এর প্রিজাইটিং অফিসারের ফলাফল আমি গ্রহণ করি। তবে পরে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অন্য একটি তালিকা দেয়। যাতে প্রথম ফলাফলের সাথে দ্বিতীয় তালিকার ফলাফলের যথেষ্ট পার্থক্য রয়েছে।

এ জন্য আমরা এই অমিমাংসিত বিষয়টি সিদ্ধান্তের জন্য নির্বাচন কমিশন সচিবালয় পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রকাশ করবো। এ দিকে সকাল ১০টায় আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী হাজী আলাউদ্দিন শত শত সমর্থক নিয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস,  ঘেড়াও করার চেষ্টা করলে আইন শৃংখলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে তারা উপজেলার মূল ফটকের বাহিরে গিয়ে মেইন রাস্তায় অবস্থান করে এবং প্রায় ১ ঘন্টা যাবৎ মানববন্ধন ও বিক্ষোপ মিছিল করে। তাদের দাবী আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী হাজী আলাউদ্দিন ঘোড়া মার্কা নিয়ে পাশ করেছে। হয়রানী মূলকভাবে তার ফলাফল প্রকাশ হচ্ছে না। অপরদিকে নৌকা প্রতিকের প্রার্থী মো: আনোয়ার হোসেন আয়নাল দাবী করেছেন তিনি ৪৬ ভোটে এগিয়ে আছেন। পক্ষান্তরে বিদ্রহী প্রার্থী হাজী আলাউদ্দিন দাবী করেন তিনি ঘোড়া মার্কা নিয়ে ১৬৯ ভোটে এগিয়ে আছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল আজিজ জানান হযরতপুর ইউনিয়নে লংকারচর কেন্দ্রে ভোট গননা নিয়ে মতানৈক্য দেখায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশন সচিবালয় সমস্যা গুলি আবেদন আকারে পাঠানো হয়েছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান আইন শৃংখলা নিয়ন্ত্রনের জন্য সর্বত্রক প্রচেষ্ঠা চালাচ্ছেন। তবে নির্বাচনের ফলাফল সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চান না। এ দিকে হযরতপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিপি মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host