শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নামে চাঁদাবাজি: গ্রেফতার ৩।
কেরানীগঞ্জ সংবাদদাতা।
কেরানীগঞ্জে ঢাকা জেলা পুলিশ সুপারের নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার মাধ্যমে চাঁদা দাবিকারী তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ইমন আলী (২৩), মোঃ নাহিদুল ইসলাম(২৭) ও মোঃ তানজির ওরফে তানজু (২৮)।
oplus_34
পুলিশ তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ১২ টি মোবাইল ফোন, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের নামে লেখা পাঁচটি ভিজিটিং কার্ড উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেফতারকৃত প্রতারকেরা ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুর রহমানের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে তার নাম ও ছবি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রতারণা করে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় প্রদান করে ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন লোকের কাছে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি জানার পরে ঢাকা জেলা ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজশাহী জেলার ডিবি পুলিশের সহায়তায় রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক মোহাম্মদ ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির কে গ্রেফতার করা হয়। তাদের তিনজনের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানা এলাকায়। ইমন আলীর বিরুদ্ধে তিনটি আইসিটি আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল হক ডাবলু ও ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।