সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
কেরানীগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও,নীলিমা বহুমুখী সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নীলিমা বহুমুখী সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠান গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। সঞ্চয় জমা বইয়ের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (নিবন্ধন নম্বর ৩৪৭) উল্লেখ থাকায় অনেকেই এটাকে সরকারি প্রতিষ্ঠান মনে করে এবং এর মালিক আব্দুল মমিন স্থানীয় বাড়িওয়ালা হওয়ায় অনেকই বিশ্বাস করে টাকা জমা রেখেছে বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী গ্রাহক। তবে সম্প্রতি তিনি বাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
আজ (২৫শে অক্টোবর) সোমবার সকালে কদমতলী খালপাড় রোডে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এসে তালাবদ্ধ দেখে কয়েক শতাধিক গ্রাহক রাস্তা বন্ধ করে জমা বই হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ভুক্তভোগী সত্তরোর্ধ্ব রাহেলা বেগম জানান, ভিক্ষা করে প্রতিদিন ২০ টাকা করে জমিয়ে তিনটি সঞ্চয়ী হিসাবের মাধ্যমে আমার ৬০ হাজার টাকা জমা আছে। গত তিনমাস আগে থেকে আমি সঞ্চয়ের টাকা ফেরত চাইলে আজকাল করে আমাকে ঘুরাতে থাকে। শেষ পর্যন্ত ২৫ শে অক্টোবরের একটি সিলিপ ধরিয়ে দিয়ে বলে এই তারিখে এসে টাকা নিয়ে যাবেন,আজ অফিসে এসে দেখি অফিস তালা বন্ধ।
রাহেলা বেগমের মত শম্পা,কনা, সুফিয়া বেগম, জামিল, আব্দুর রহমান সহ কয়েক শতাধিক গ্রাহকের প্রায় দুই হাজার সঞ্চয়ী হিসাবের মালিক এই প্রতিষ্ঠান জালিয়াতির মাধ্যমে সর্বস্বান্ত।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি আমরা জেনেছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ থানায় দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।