শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
কেরানীগঞ্জে এক বাড়িতে ঢুকে টাকা ও স্বর্নালংকারসহ ডাকাতি,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের বসত বাড়িতে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার ভোররাত ৪টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুর কলাকান্দা এলাকার মৃত সলিমুল্লাহ্ ভূয়ার বাড়িতে এ ডাকাতি সংগঠিত হয়।এ সময় ঘরে থাকা নগত ২৫ হাজার টাকা ও প্রায় ৮০ ভরি স্বর্নালংকার নিয়ে যায় ডাকাতরা।
বাড়ির গৃহকর্ত্রী তাছলিমা বেগম জানান, জানালার গ্রীল কেটে ডাকাত দলের ৭-৮ জন সদস্য ঘরে প্রবেশ করে। পরে আমাকে বেঁধে ফেলে। এ সময় আমার মেয়ে ও তার স্বামী পাশের রুমে শুয়ে ছিল। আমার হাত বাঁধা অবস্থায় তাদের রুমে নিয়ে যায়।পরে মেয়ে ও জামাই পারভেজকে হাত পা, চোঁখ বেঁধে খাটে শুইয়ে রাখে। আমার কাছ থেকে সোকেসের চাবি নিয়ে সেখানে থাকা নগদ ২৫হাজার টাকা ৮০ ভরি স্বর্নালংকার ও ব্যবহৃত ৩ টি এন্ড্রোয়েট মোবাইল ফোন নিয়ে যায়।
মেয়ে জামাই পারভেজ বলেন, সকালে দক্ষিন কেরানীগঞ্জ থানায় অভিযোগ করি। পরে ঘটনাস্থলে পুলিশ আসে।
কেরানীগঞ্জ দক্ষিন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আজ সকালে একটা ডাকাতির অভিযোগে পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।