শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে অবৈধভাবে সরকারি মাটি কাটার অপরাধে ৫ জন কে ১৫ দিনের জেল,
কেরানীগঞ্জ সংবাদদাতা ইমরান হোসেন ইমু,,
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের চর সোনাকান্দা গ্রাম থেকে অবৈধ ভাবে সরকারি খাস জমির মাটি কাটার অপরাধে ৫ ব্যাক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ৪ জানোয়ারি (রবিবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে অভিযান কালে গণনাস্থল থেকে ৫ শ্রমিককে আটক করে প্রত্যেককে ১৫ দিনের করে কারাদণ্ড প্রধান করা হয়। তবে মাটি বিক্রেতা কাউকে আটক করা সম্ভব হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাকান্দা মৌজার ধলেশ্বরী নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নজরুল ইসলাম, নুরনবী শেখ,নুর ইসলাম, নুর মোহাম্মদ ও মোঃ মইন নামের ৫ শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বাড়ী কুড়িগ্রাম, গাইবান্ধা ও পাবনা জেলার বিভিন্ন এলাকায়। মাটি কাটার স্থানীয় মুল হুতাদেরও শীগ্রই আইনের আওতায় আনা হবে। অভিযোগ রয়েছে আব্দুল্লাহপুরের আলামিন ও স্থানীয়
মজিদ, নজরুল, আরুজ, বাদল, খলিল, সাকিলসহ অনেকেই এই মাটি বিক্রির সাথে জড়িত। অভিযানে সার্বিক সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।,