শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
মোঃইমরান হোসেন ইমু।। কেরানীগঞ্জ (ঢাকা)
ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর বাজারে এক চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রম্যামাণ আদালত। গতকাল (২০মার্চ) শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স এম এম এন্টারপ্রাইজ (মতিন বেপারীর চালের আড়ৎ) কে ভোক্তা সংরক্ষন আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
আর ভবিষ্যতে অতিরিক্ত দামে চাল বিক্রি না করার শর্তে জেল দেওয়া থেকে বিরত থাকেন। এর আগে তিনি গ্রাহক সেজে বাজার ঘুরে দেখেন এবং পরে একশনে যান। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় চেয়ারম্যান হাজী আব্দুল আলী ও একাধিক মেম্বার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, অভিযান চলছে এবং প্রতিদিন চলবে। অতিরিক্ত দামে চাল, পেয়াজ, তেল বিক্রি করলে আপনারা সরাসরি উপজেলা প্রশাসন কে জানান। আর আপনারা স্লিপ ছাড়া মালামাল নিবেন না এবং প্রয়োজনের অতিরিক্ত পণ্যও কিনবেন না।