সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি বেহাল দশা কেরাণীগঞ্জে সৎ পিতার হাতে ছেলে খুন। চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন বেপারী আটক আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায়

কেরানীগঞ্জের কৈবর্ত্যপাড়ায় রাস্তার বেহাল দশা।

কেরানীগঞ্জের কৈবর্ত্যপাড়ায় রাস্তার বেহাল দশা।
টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা

বর্তমান সরকারের আমলে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। সরকারের এসকল উন্নয়ন ভেস্তে যায় কিছু কিছু মুষ্টিমেয় নেতাকর্মী ও নেতিবাচক কিছু কাজের কারণে।এর একটি উদাহরণ হলো কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৈবর্ত্যপাড়া গ্রাম। গ্রামের সমস্ত রাস্তা আর,সি,সি ঢালাই(পাকা)হলেও মাঝে মাত্র কয়েক মিটার রাস্তা ঢালাই না হ‌ওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকায় অন্তত দশ হাজার বাসিন্দাকে। একটু বৃষ্টি হলেই কাঁদা ও জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তাটি।আর এইটুকু রাস্তা সংস্কার না করায় বাকি ভালো রাস্তাটুকুর সুফল ও ভোগ করতে পারছে না এলাকার বাসিন্দারা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, একটু বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হয়েছে তাতে সবচাইতে বেশি ভোগান্তিতে পড়েছে বয়স্ক মুরব্বি ও কোমলমতি শিশুরা। মুরব্বিদের এই কাঁদা মাড়িয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যেতে হচ্ছে। তাহমিদ চৌধুরী অরন্য নামের এক ১৩ বছরের কিশোরীকে দেখা যায় ছোট বোনকে কোলে তুলে কাদাপানি পার হচ্ছে। মাঝেমধ্যে কাঁদায় পিছলে পড়ে আহত হ‌ওয়ার ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা।

এ প্রসঙ্গে শুভাঢ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মুনতাসিমুর রহমান মিলন বলেন,গত বছর কৈবর্ত্যপাড়া রাস্তার আর,সি,সি ঢালাই কাজ করে জিঞ্জিরার রাসেল মেম্বার।সে কাজ করার সময় বর্তমানে (খালপাড় মদিনা মার্কেট হ‌ইতে কালাম মিয়ার বাড়ি পর্যন্ত)যে অংশটি ঢালাই বাকি আছে সেই অংশের কাজ বাকি রেখেই ঢালাই কাজের সমাপ্তি ঘোষণা করে। পরবর্তীতে এলজিইডির(২০১৮-১৯) অর্থবছরের একটি প্রকল্পের আওতায় দশ লক্ষ টাকার অর্থায়নে আমি এই রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ করি।এরপর করোনা পরিস্থিতির কারণে বর্তমানে কাজ বন্ধ আছে।যত দ্রুত সম্ভব চেয়ারম্যানের সাথে আলোচনা করে এ রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে জানতে মুঠো ফোনে শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যেহেতু এলাকায় সমস্ত রাস্তা পাকা ঢালাই করতে পেরেছি তাহলে এইটুকু রাস্তা ও ঢালাই হয়ে যাবে। করোনার কারনে কিছুদিন উন্নয়ন কাজ বন্ধ ছিল,তাই এই রাস্তাটি সংস্কার করা হয়নি।আর উল্টো তিনি এলাকাবাসীর প্রতি অভিযোগ করে বলেন এই রাস্তাটি সংস্কারের জন্য তারা ও এতদিন কোন অভিযোগ করেনি,তাই রাস্তার এই বেহাল দশা আমার জানা ছিল না।দু’একদিন আগে আমি নিজেও সরেজমিনে পরিদর্শন করতে গিয়েছিলাম যত দ্রুত সম্ভব এ রাস্তার সংস্কার কাজ করা হবে।

চেয়ারম্যানের কথা প্রসঙ্গে কৈবর্তপাড়ায় গ্রামের বাসিন্দা মাহবুব হোসেন বলেন, আমি সহ গ্রামের বাসিন্দারা প্রায়ই চেয়ারম্যানের কাছে এ বিষয়ে অভিযোগ করে কোনো সুফল পাইনি। চেয়ারম্যান যে বলেছে রাস্তার ব্যাপারে এলাকাবাসী কোন অভিযোগ করেনি এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা।

এখন এলাকাবাসীর একটাই দাবি যেন রাস্তার উন্নয়নের কাজটি দ্রুত শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host