শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জ প্রেসক্লাব ওমডেল থানা পুলিশের উদ্যোগে খাবার বিতরণ
ইমরান হোসেন ইমু.
ঘাতকব্যাধি করোনার সংক্রমণ এড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হোম করেন্টাইন কিংবা নিরাপদে থাকার নিমিত্তে অঘোষিত লকডাউন বা বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরনের ব্যবসা বানিজ্য,কলকারখানা ও দোকানপাট। এতেকরে কর্মহীন হয়ে বিপদে পরেছেন আয়ের মানুষেরা। তাই
দেশের এই সংকটময় মূহুর্তে এসব দরিদ্র ও অসহায় মানুষদের সেবায় যে যার মত এগিয়ে আসছেন। রাজনৈতিক,অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক,জনপ্রতিনিধি, পেশাজীবি,ব্যবসায়ী ,সমাজ সেবক সবাই যার যার স্থান থেকে যতটুকু সম্ভব দেশের এই চরম ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন। এটা একটা ভালো উদ্যোগ। তাই এই মূহুর্তে ঘরে বসে নেই সাংবাদিক কিংবা থানা পুলিশও। মাঠে জনসচেতনতায় কিংবা সংবাদ সংগ্রহে সময় দেয়ার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদানেও এগিয়ে এসেছেন তারা। তারই ধারাবাহিকতায় আজ ৩ এপ্রিল শুক্রবার কেরানীগঞ্জে ৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জ প্রেসসক্লাব ও কেরানীগঞ্জ মডেল থানার যৌথ উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণ থেকে খাবার বিতরণ শুরু করে কেরানীগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে বিতরণ কার্যক্রম শেষ হয়।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু ও সহ সভাপতি ইকবাল হোসেন রতন, সাবেক সভাপতি আব্দুল গনিসহ এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম, পরিদর্শক তদন্তমোঃ মাসুদুর রহমান। , পরিদর্শক অপারেশন আসাদুজ্জামান টিটু প্রমুখ। #