সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শুভাঢ্যা২নং ওয়ার্ড কে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: সাথী আলী,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
২নং ওয়ার্ড কে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: সাথী আলী
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে মোরগ মার্কা নিয়ে লড়ছেন কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে ২নং ওয়ার্ডে মোসাঃ সাথী আলী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে এরই মধ্যে মেম্বার হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।
সাবেক মেম্বার হিসেবে এলাকায় সমাজসেবামূলক কর্মকাণ্ড চালানোয় স্থানীয়দের মুখে মুখে এখন তার নাম। নির্বাচনী এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে মসজিদ-মাদরাসার উন্নয়নসহ সমাজের অসহায়-দরিদ্র মানুষের পাশে থেকে সর্বস্তরের মানুষের ভালোবাসা কুড়িয়েছেন মোরগ মার্কা নিয়ে নির্বাচন করা এই জনপ্রিয় মেম্বার প্রার্থী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ (১৪ই নভেম্বর) রাতে২নং ওয়ার্ডের কামারপাড়া হিমেল হোসেনের বাড়িতে উঠান বৈঠক করেন।
হিমেল এর সঞ্চালনায় এ সময় ভোটারদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বিগত দিনের সাথী আলী মেম্বারের কাজের ফিরিস্তি তুলে ধরেন এবং দেওয়ানবাড়ী মসজিদের গলি সম্প্রসারণ করতে তার কাছে জোর দাবি জানান। এছাড়া স্থানীয় যুবক জুয়েল এলাকার চলাচলের রাস্তাটির উন্নয়নের জন্য মেম্বার সাথী আলীর কাছে দাবি জানান।
এসময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, মেম্বার সাথী আলীর পক্ষ থেকে এলাকাবাসীকে কামারপাড়া রাস্তা তৈরি প্রতিশ্রুতি প্রদান করেন।
সাথী আলী মেম্বার তার বক্তব্যে বলেন, এ এখলাস মিয়ার বাড়ি থেকে আলী মিয়ার বাড়ী পর্যন্ত ৮০০ ফুট রাস্তার কাজ শেষ করেছি আমাকে পুনরায় নির্বাচিত করলে বাকি ১৪০০ফুট রাস্তার কাজ নির্বাচনের পরেই শুরু করব ইনশাল্লাহ। ২৮ তারিখে আপনারা আমাকে মোরগ মার্কায় একটি ভোট দিবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদেরকে সার্ভিস দিব। বিগত ১০বছর মেম্বার হিসেবে এলাকার কি কি উন্নয়ন করেছি তা আপনারা সবাই জানেন, আগামীতে আমাকে নির্বাচিত করে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দিবেন এটাই আপনাদের কাছে আমার দাবি। আমি আপনাদের সহযোগিতায় ২নং ওয়ার্ড কে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
এসময় স্থানীয় মুরুব্বী হাজী অহিদুল ইসলাম, আব্দুল ওহাব, রব দেওয়ান, শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হোসেন উজ্জ্বল, আসিফ সহ স্থানীয় মুরুব্বী ও ভোটাররা উপস্থিত ছিলেন।