মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:১১ অপরাহ্ন
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগ যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আয়োজন করেছে।
রবিবার (১৫ আগস্ট) বেলা ১০টার দিকে আলোচনা সভা, দোয়া ও গনভোজের আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক ও কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে মিলাদ মাহফিল তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী আফজাল হোসেন ডিপটি, সহ-সভাপতি হাজী মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী মোঃ শাহজাহান মৃধা ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।