সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
কোন্ডার ৭নং ওয়ার্ডে মনোনয়ন জমা দিলেন মো.রফিকুল ইসলাম,
কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ঘোষিত তারিখ মোতাবেক চলছে মনোনয়ন পত্র জমাদান কার্যক্রম। এরই অংশ হিসেবে দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মো.রফিকুল ইসলাম। মো. রফিকুল ইসলাম স্থানীয় আওয়ামী রাজণীতির সাথে জড়িত। তিনি কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য।
৩১ অক্টোবর রবিবার কেরাণীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ও কোন্ডা ইউনিয়নের রিটানিং অফিসার মো.শহিদুল আমীনের হাতে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়,কোন্ডা ৭নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। এলাকার সকল শ্রেণীর জনগনের জন্য তার সেবার দরজা খোলা সব সময় সবখানে এমনটাই মনে করেন কোন্ডার ৭নং ওয়ার্ডের জনগণ। যে কারনে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের এই নেতার।
জানতে চাইলে কোন্ডার এই ইউপি সদস্য পদপ্রার্থী বলেন, আশা রাখি আসন্ন ইউপি নির্বাচনে আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমাকে স্বত:স্ফুর্ত ভাবে তাদের রায় প্রদান করবেন। কারন এবারের নির্বাচনে সাধারন জনগন তাদের সুখ-দুখের ভাগিদার হিসেবে একজন সৎ-নির্ভিক ও ত্যাগী প্রার্থীদেরকেই পছন্দের প্রার্থী হিসেবে তাদের মূল্যবান ভোট ও সমর্থন প্রদান করবেন। সে হিসেবে তিনি নিজেকে শতভাগ যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন। নির্বাচিত হলে গর্বের ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই ইউপি সদস্য প্রার্থী।