মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
কেরানীগঞ্জে শহীদ দেলোয়ার হোসেনের ২০ তম শাহাদাত বার্ষিকী পালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন।
ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর সাবেক সাধারণ সম্পাদক, ব্যবসায়ীদের দাবি আদায়ের জন্য স্থানীয় সন্ত্রাসীদের হাতে নির্মম হত্যার শিকার শহীদ দেলোয়ার হোসেনের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি লিঃ।
আজ (২৮শে জুলাই) বুধবার পূর্ব আগানগর গুদারাঘাটে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের বাদ আসর এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সংগঠনের সভাপতি স্বাধীন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মুহসিন উদ্দিন ওবায়ইদী দোয়া মোনাজাত পরিচালনা করে মরহুমের আত্মার মাগফেরাত ও দেশবাসীকে করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন। এরপর করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শেখ কাউসার, সদস্য এইচ,এম নীরা, রফিকুল ইসলাম দোলন, আব্দুল বারেক খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম জহির, আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক শেখ, যুবলীগ সদস্য শাহাদাত, আঞ্চলিক শাখা আওয়ামী লীগের আব্দুল মান্নান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।