শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসিন বেপারী আটক আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে lPLজুয়াড়ি ও মাদক ব্যবসায়ী আটক

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে lPLজুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টিটু আহম্মেদ
কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার কেরানীগঞ্জ বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ আইপিএল জুয়াড়ি ও অপর একটি অভিযানে হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)১০।

র‌্যাব মিডিয়া সেল থেকে জানানো হয়,
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ কেসিনোর (জুয়াড়ি) বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্ধ সাটগাঁও এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলা চলাকালীন টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় মোঃ মানিক (৪২),মোঃ রুবেল (২০),মোঃ নূর জামাল (৩০),রায়হান (২৪),মোঃ সোহাগ (২৮),মোঃ সুমন (২৮),মনির হোসেন (২৭), মোঃ সোহাগ (২৩),মোঃ মাছুম (৩৩), মোঃ আলামিন (২৫),মোঃ আবুল কালাম (২৮),মানিক (২৫),মোঃ নূর আলম (৫৪), মোঃ মারুফ (২৪),সেলিম (২২),মোঃ ভুলু (২৮), মোঃ শাহ আলম (৩০), মোঃ আকরাম (২৩), মোঃ জসীম (৩২), মোঃ খোরশেদ আলম (২৯),মোঃ আরিফ (৩০),মোঃ শাওন (২৫), মোঃ শরীফ (৪০), আয়াত আমিন (২৩) ও সোহেল (২৭) নামের ২৫ জন আইপিএল জুয়াড়িকে গ্রেফতার করে।এসময় তাদের নিকট থেকে ০১টি টেলিভিশন, ০১টি রিমোট কন্ট্রোল, ০১টি টিনের কৌটা, ২১ টি মোবাইল ফোন ও নগদ- ২০,৮৮০/- (বিশ হাজার আটশত আশি) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার অনলাইন জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে টেলিভিশনে সম্প্রচারিত হওয়া আই পি এল খেলার প্রতি বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে এবং জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছ।
এছাড়া একই দিন বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোঃ মুসলিম দেওয়ান (২৯) এক হিরোইন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।এসময় তার নিকট থেকে ১০০ পুরিয়া হেরোইন ও০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবারহ আসছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host