মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০২:২১ অপরাহ্ন
কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবককে গ্রেপ্তার করেন মডেল থানার পুলিশ,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম হাসান (২২)। সে মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মধ্য ভাড়ালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তার থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় শাক্তা ইউনিয়নের ভাড়ালিয়া কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। প্রায় প্রতিদিনই মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাতের বেলা প্রায়ই মাদকের বেচা-কেনা হয়। সেখানে আমাদের একটি টিম অভিযানে গিয়ে হাতেনাতে উক্ত যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।