সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
কেরানীগঞ্জে, ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,
ঢাকার কেরানীগঞ্জ বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে(২৮শে নভেম্বর) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ই নভেম্বর শনিবার সকালে উপজেলা খেলার মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শতভাগ আচরণবিধি মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়ে বলেন,
সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো চাপ নেই । তাই নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরিতে প্রশাসন কঠোরভাবে কাজ করবে। আপনারা একে অপরের প্রতি সহিংস না হলে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার হয়রানির শিকার হবেন না।এসময় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিনন্দন জানান।
এতে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ নাজমা নাহার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা) মাহফুজা আক্তার, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান সহ উপজেলা নির্বাচনসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।