শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জের হাসনাবাদে গ্রেজে অগ্নিকান্ড ২০টি গাড়ি পুড়ে ছাই
,নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টেনার পোর্ট রোডে একটি গাড়ির গ্রেজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ২০টি প্রাইভেট কার ও লেগুনা গাড়ি পুড়ে ছাই ৬০-৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আজ ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী আগুন জ্বলতে দেখে পোস্তাগোলা ফায়ার সার্ভিসকে খবরদিলে পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিভাতে সক্ষম হন ।তবে এর পূর্বেই সব গাড়ি পুড়ে যায়।
গাড়ির গ্রেজের মালিক মোঃ রুবেল মিয়া জানান, গ্রেজ তালা দেওয়া ছিল আমি বাসায় দুপুরের ভাত খেতে গিয়ে ছিলাম এমন সময় আমার পরিচিত রহমান নামে এক লোক মোবাইল দিয়ে বলে গ্রেজে আগুন লেগেছে ।খবর শুণে আমি দ্রুত এসে দেখি আগুন চারদিকে ছড়িয়ে পরেছে এবং সিলিন্ডার ফুটছে এর মধ্যে আমি গ্রেজ থেকে দুটি গাড়ি বের করতে পেরেছি। পরে ফায়ার সার্ভিস আসে।
প্রত্যক্ষদর্শী মোঃ ইকবাল হোসেন জানান, আমরা প্রথমে বিকট শব্দ শুনে বেরহই দেখি আগুন আর সিলিন্ডার ফোটছে আমরা কোন ভাবেই কাছে যেতে পারিনি। তিনি আরো জানান ,গ্রেজটি চার পাশে বিল্ডিং হওয়ায় আগুন ছড়াতে পারেনি। বিল্ডিংয়ের ভিতরে আগুন না ডুকলেও চারদিকে প্লাস্টার নষ্ট ও জানালার গ্লাস ভেঙে যায়।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের ডেপুটি এ্যাসিট্যান্ট ডিরেক্টর মোঃ মহসিন জানান,আমরা সাড়ে ৪টায় খবর পাওয়ার সাথে সাথে ৫ মিনিটের মধ্যে ঘটনা স্থলে পৌছে ৫টায় আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হই।তিনি আরে জানান কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তদন্ত সাপেক্ষ পরে জানানো হবে।তবে ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা ।
এসময় দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করেন।
২৬.০৩.২০২০