রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
আগানগরে বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ সড়কের
আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন,
নিজস্ব প্রতিবেদক, মোঃ ইমরান হোসেন ইমু।।
অবিশ^স্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। করোনা মহামারিতেও থেমে নেই উন্নয়ণ কাজ। সারা দেশের ন্যায় কেরানীগঞ্জেও অব্যাহত রয়েছে সকল প্রকার উন্নয়নের ধারা।
এখানকার রাস্তা-ঘাট,অলি-গলি সব জায়গায় লেগেছে ক্ষমতাসীন সরকারের উন্নয়নের ছোয়া।
তারই ধারা বাহিকতায় সংস্কার করা হলো আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাকাবাসীর বহুকাঙ্খিত বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ সড়ক। এতেকরে আবারো সুগম হলো এ অঞ্চলের বাসিন্দাদের সহজে যাতায়াতের ব্যবস্থা। স্থানীয়দের ভাষ্য মতে আগানগরের এ এলাকাটি ছিল বিগত সরকারের সময় উন্নয়ন বঞ্ছিত। ফলে এখানকার এ রাস্তা দিয়ে চলাচল ছিল এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। কাজেই রাস্তাটি মেরামত ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। তাই এ রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে তাদের সে দাবি পুরন হলো।
এ বিষয়ে আগানগর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য ও ঢাকা জেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ রাসেল বলেন,আমার নির্বাচিত ওয়ার্ডের এ রাস্তাটি দির্ঘদিন যাবত ছিলো অবহেলিত। কিন্তু এটি আজ আর অবহেলিত বা সুবিধা বঞ্চিত এলাকা নয়। স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালানীও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে আজ এ রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। । এজন্য তিনি স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।