সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কেরাণীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা

কেরাণীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন যারা।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।এ ধাপে সারাদেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে ও ১০ টি পৌরসভায় ভোট হবে ২৮ নভেম্বর। সে লক্ষে চলছে যাবতীয় প্রস্তুতি। এ নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে সারা দেশেই চলছে তোড়জোড়।

এ ক্ষেত্রে সরব রয়েছেন সম্ভাব্য সব প্রার্থীরা। বাংলাদেশ আওয়ামী লীগ আজ থেকে দলীয় মনোনয়ন বিক্রির তারিখ ঘোষনা করেছেন। ঘোষিত তারিখ অনুযায়ী রাজধানীর শহরতলী কেরাণীগঞ্জ উপজেলা থেকে আজ দলীয় মনোনয়ন সংগ্রহ কেরেছেন অনেকেই।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত আজ ১৬ অক্টোবর শনিবার ধানমন্ডি ৩এর আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে আসন্ন ইউপি নির্বাচনে অংশ গ্রহনের লক্ষে কেরাণীগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক। তিনি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্লাহ চৌধুরীর সুযোগ্য সন্তান। দুস্কৃতকারিদের হাতে পিতার নির্মম মৃত্যুর পর এ ইউনিয়ন পরিষদের চেয়ারমানের হাল ধরেন ফারুক চৌধুরী। তিনিও একাধারে কোন্ডা ইউনিয়নের দুই দুই বারের সফল ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর সেবা দিয়ে যাচ্ছেন। একজন ক্লিন ইমেজের তরুন চেয়ারম্যান হিসেবে নিজ নির্বাচনী এলাকাসহ সারা কেরাণীগঞ্জে তার যথেষ্ঠ সুনাম রয়েছে বলেও জানিয়েছেন কোন্ডার সাধারন জনগণ।

এছাড়াও শুভাঢ্যার ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেনের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তার ছোট ভাই,দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন,রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী,শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী সালাহ উদ্দিন লিটন,কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী ও হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল। এর বাইরেও কেরাণীগঞ্জ থেকে আজ আরো বেশ কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাদের দলীয় মনোনয়ন সংগ্রহ করবেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

জানা যায়, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।

এরমধ্যে চলতি মৌসুমে ২০২১ সালে জুন জুলাই মাস থেকে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। ইতোমধ্যে প্রথম ধাপের ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট হবে আগামী ১১ নভেম্বর।

এছাড়া ১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠকে ইউনিয়ন পর্যায়ে তৃতীয় ধাপের ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তৃতীয় ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।এতে বলা হয়, এসব ইউনিয়ন ও পৌরসভায় মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। ভোট হবে ২৮ নভেম্বর।

উল্লেখ্য,দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইতোমধ্যে নয় বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host