শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
কেরাণীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহর পক্ষে উঠান বৈঠক করেছেন এলাকাবাসী,
নিজস্ব প্রতিবেদক, মোঃ ইমরান হোসেন ইমু,
কেরাণীগঞ্জ-
নির্বাচিত হলে ঘুষ-দুর্ণীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাস্তার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আহসান উল্লাহ। ১৭ মার্চ বুধবার বাস্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঘাপুর এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি একথা বলেন। নির্বাচিত হলে এলাকাবাসীকে একটি স্বচ্ছ- নির্ভেজাল ও ডিজিটাল ইউনিয়ন পরিষদ উপহার দেয়ার প্রত্যয় ব্যক্তকরে তিনি আরো বলেন যে চেয়ারম্যান গণমানুষের সাথে অসদাচরন করেন। পরিচয় পত্র কিংবা ওয়ারিশান সার্টিফিকেটের জন্য টাকা-পয়সা দাবি করেন তাকে প্রত্যাখ্যান করে ভালো মানুষকে আপনাদের প্রতিনিধি হিসেবে মনোনীত করার এখনই সময়। কাজেই এ সময়ে আর আগের মত ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না। তাই ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে এলাকাবাসীর প্রতি আহবান তার।
আজীবন এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্তকরে দলীয় মনোনয়ন পেতে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া বাস্তার সম্ভাব্য এই চেয়ারম্যান প্রর্থী। দলীয় মনোনয়নের প্রত্যাশায় সামিল হচ্ছেন রাজনৈতিক ও সামাজিক সব কর্মকান্ডে। ঘুরেফিরেই সময় দিচ্ছেন নিজ নির্বাচনী এলাকায়। অংশ নিচ্ছেন গণসংযোগ,উঠান বৈঠক,খেলাধুলা,ধর্মীয় আচার অনুষ্ঠানসহ নানামুখী কর্মকান্ডে। তারই ধারাবাহিকতায় ১৭ মার্চ বুধবার বাঘাপুর এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লাহ আহসান। ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.চিনি মেম্বারের সভাপতিত্বে এবং বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এন এ মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহ আলী মেম্বার মো. আমির আলী, আনসার মাদবর,মো.নেওয়াজ আলী,ওহাব আলী,মো.দীন ইসলাম,মো.ইব্রাহীম,মো.কুতুব উদ্দিন,আবেদ আলী,মেহেদী হাসান,আরেফিন শুভ ও শিবলী হাসানসহ স্থানীয় আওয়ামী লীগের গণ্যমান্য নেতৃবৃন্দগণও উপস্থিত ছিলেন।
জানাযায়, সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে দেশেফিরে এখন নিজ এলাকায় থেকেই ব্যবসা বানিজ্যের পাশাপাশি নিজেকে জড়িয় রেখেছেন সমাজ সেবায়। বাঘাপুর প্রাক্তন ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক ছাড়াও তিনি দাতা সদস্য বাঘাপুর স্কুল এ্যান্ড কলেজ। ম্যানেজিং কমিটির সদস্য রসুলপুর মাদ্রাসা। এর বাইরেও বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে এলাকা ও এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি।
কেরাণীগঞ্জ থেকে
১৮-০৩-২০২১ইং।