সোমবার, ২১ Jul ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
কেরাণীগঞ্জে কালেক্টরেট সহকারীদের তিনদিনের কর্মবিরতি পালন
দাবী না মানলে কঠোর কর্মসূচির হুমকি
শামীম আহম্মেদ ঃ
দেশব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে কেরাণীগঞ্জেও তিনদিনের কর্মবিরতি কর্মসুচী পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) কেরাণীগঞ্জ কমিটি। এই কর্মসুচীর অংশ হিসোবে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) অফিসের অফিসসহকারীরা গত ২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার থেকে আজ ২৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের নিজনিজ অফিসের সামনে দাঁড়িয়ে কর্মসুচীতে অংশগ্রহন করেন। কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিএ মোঃ আমান উল্লাহ,বাকাসসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো মুসা খান,কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক,কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) অফিসের নাজির রাজিব দত্ত,অফিসসহকারী মোঃ মাহবুব, মোঃ জিল্লুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অফিস সহকারী মোঃ শরিফ হোসেন খান, মামুন, জীবন বিশ^াস, মো.মুন্না প্রমুখ। কর্মসুচী চলাকালীন সময়ে ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস অচল হয়ে পড়ে। কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) অফিসের নাজির মোহাম্মদ মজিরুল হক জানান, তারা দীর্ঘদিনধরে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। তিনি বলেন,সরকারের ২৭টি অধিদপ্তরের তাদের সমপর্যায়ের এবং তাদের চেয়ে নিচের পদের কর্মচারীদের পদন্নোতি হলেও তাদের কোন পদন্নোতি হচ্ছে না। শতকরা ৭০/৮০ভাগ কর্মচারীকে একই পদে চাকুরী করে অবসরে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১সালে আমাদের দাবি-দাওয়ার সারসংক্ষেপের অনুমোদন দিলেও দীর্ঘ ১০দশ বছরেও তা কার্যকর হয়নি। এমনকি যথাযথ কতৃপক্ষ এব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপও নেয়নি। তিনি বলেন আজ তিনদিনের কর্মসূচী শেষে এই দাবি না মানলে বাকাসসের পরর্তী কর্মসুচীতেও তার অংশ নিবেন। #