সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
কেরাণীগঞ্জে উন্নয়ন ও আগামীর ভাবনা বিষয়ক মতবিনিময় সভা,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরাণীগঞ্জে আওয়ামী লীগ সরকারের ৫ বছরের উন্নয়ণ ও আগামীর ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধিন তারানগর ইউনিয়নের বটতলী সিরাজ উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যারয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তারানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গসংগঠন আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক।
এসময় তিনি আওয়ামী লীগের বিগত একযুগেরও বেশী সময় ধরে কেরাণীগঞ্জের বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ডের ফিরিস্তি উপস্থিত এলাকাবাসীর সামনে তুলে ধরেন। তুলে ধরেন তার নির্বাচন কালিন ৫ বছরের উন্নয়ণ কর্মকান্ডের কথাও। এছাড়া আগামীতে পুনরায় নির্বাচিত হলে পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক তারানগর গড়েতোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারাগরের এই ইউপি চেয়ারম্যান।
বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এজাজুল জলিল রিপনের সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রোহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,ঢাকাজেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন খোকন,মডেল থানা মহিলা যুবলীগের সভাপতি রেশমা জামান,থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ। এছাড়া বিভিন্নইউনিয়ন পরিষদেও চেয়ারম্যাগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উস্থিত ছিলেন।