রবিবার, ২৭ Jul ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা হতে ধর্ষণ মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার সরকার’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
সংবাদদাতা
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ নভেম্বর ২০২২ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন টেঙ্গুরিয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার সরকার (৬২), পিতা- মৃত আইন উদ্দিন সরকার, সাং- টেঙ্গুরিয়াপাড়া, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ, এপি- ২/২৬ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, থানা-শাহআলী, ডিএমপি ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী উক্ত ধর্ষণ মামলা রুজুর সংবাদ প্রাপ্তির পর আত্মগোপনে চলে যায়। সে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘ ১৬ বছর যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।