রবিবার, ২৭ Jul ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

কেরানীগঞ্জে মিন্টু ও শিলারা ঢাকা জেলা পরিষদ সদস্য নির্বাচিত।

কেরানীগঞ্জে মিন্টু ও শিলারা ঢাকা জেলা পরিষদ সদস্য নির্বাচিত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় ঢাকার কেরানীগঞ্জে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ই অক্টোবর) উপজেলার আগানগর ইউনিয়নের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে
শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত টানা ভোট গ্রহন চলে।

এতে ঢাকা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে (কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) সদস্য পদে সাবেক ছাত্রলীগ নেতা মিন্টু হোসেন এবং সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাকা যুব মহিলালীগের সভাপতি শিলারা ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হন। দুপুর আড়াইটার দিকে ভোট গননা শেষে প্রিসাইডিং অফিসার মো: শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান ১ নং ওয়ার্ডের (কেরানীগঞ্জ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) সদস্য পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে হাতি প্রতীক নিয়ে মিন্টু হোসেন পান ১২৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক মোঃএ,কে আজাদ পেয়েছেন ১২৭ ভোট। মিন্টু হোসেন মাত্র ২ ভোটে জয়লাভ করেন।
এছাড়া ১ নং ওয়ার্ডের সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে শিলারা ইসলাম ঘড়ি প্রতীক নিয়ে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য: এর আগে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host