রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার নয়া শুভাঢ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ছয়তলা ভবন উদ্বোধন করলেন মাননীয় বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।
শুক্রবার (২৫ মার্চ) বেলা ১২টায় এই ভবন উদ্বোধন শেষে তিনি স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক জুয়েল সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ম ই মামুন,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন
,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের মিয়া, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কান্তি মন্ডল, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মাসুদ আলী খান উজ্জ্বল, শুভাঢ্যা ২নং ওয়ার্ড মেম্বার সাথী আলী, ১নং ওয়ার্ড মেম্বার মিঠু হোসেন এ্যানি, প্রমুখ।
উপজেলা এলজিইডি অধিদপ্তরের তত্বাবধানে নির্মিত ওই ভবনের নির্মাণ ব্যায় হয়েছে প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ফখরুল আলম জুয়েল, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সেলিম আহমেদ বাবু, সাস্থ্য বিষয়ক সম্পাদক উৎপল মজুমদার, শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, প্রমুখ।