রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার ।

আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার কম্পিউটার ট্রেনিং কোর্স ও সার্টিফিকেট বিতরন করা হয়।

ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে তিন মাস মেয়াদী কম্পিউটার ট্রেনিং কোর্স সমাপ্তকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়েছে।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু

রবিবার ২৭ ফেব্রুয়ারী সকালে আগানগর ইউনিয়ন পরিষদে অবস্থিত আগানগর ডিজিটাল সেন্টারে সদ্য সমাপ্ত সেশনের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়।

আগানগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: সাহাবুদ্দিনের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন পরিষদের সচিব রনি মিয়া, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আগানগর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রুবেল, দেলোয়ার হোসেন দিলু,মো: শাহীন প্রমুখ।

আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি বলেন, বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। কম্পিউটার একটি অন্যতম প্রযুক্তি। নিজেকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে হলে কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। কম্পিউটার বর্তমানে একটি গুরুত্বপূর্ন মাধ্যম, কম্পিউটার বিষয়ে যার যত দক্ষতা থাকবে, কর্মজীবনে তিনি তত উন্নতি করবেন। এখান থেকে লব্ধ এই জ্ঞানকে ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে নিজেদের আগামী দিনের দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে আগানগর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো: সাহাবুদ্দিন সব বিষয়ে সার্বক্ষনিক সহযোগীতার জন্য ইউপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য ২০১৯ সাল থেকে আগানগর ডিজিটাল ট্রেনিং সেন্টার শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় প্রশিক্ষন দিয়ে অগ্রনী ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host