মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার। হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ। পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের। ৬ই জুলাই রোজ রোববার লালবাগ থানা বিএনপি ২৩ নং ওয়ার্ডের সভাপতি সাঈদ হোসেন সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী

কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা গরুর হাটের সেরা গরু কালো মানিক দাম ১৫ লক্ষ টাকা 

কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা গরুর হাটের সেরা গরু কালো মানিক দাম ১৫ লক্ষ টাকা   

এম.আশিক নূর. নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা পশুরহাটের প্রধান আকর্ষনীয় গরু হলো কালো মানিক,আজ কালো মানিক নামের এই বিশাল গরুটি আগানগর হাটে দেখা গেছে। ওজন প্রায় ১০০০ কেজি, কালো মানিকের মালিক গরুটির দাম হাকছেন ১৫ লক্ষ টাকা । ইতোমধ্যে ক্রেতারা গরুটির দাম বলেছেন সারে পাঁচ লাখ টাকা,এমন কথা বলে জানিয়েছেন কালা মানিকের মহাজন রাসেল।
ভালো দাম পাওয়া আশায় ফরিদপুরের চরভদ্রসন থেকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা হাটে এসেছেন। আসন্ন ঈদুল আযহায় বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান কালো মানিকের মহাজন রাসল মিয়া।
বিশাল আকৃতির এই কালো মানিকের বয়স প্রায় ৪ বছর, কালো মানিকের দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে কালো মানিক কে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির পেছনের পায়ে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের তাই তার নাম রাখা হয়েছে কালো মানিক।

মানিকের খাবারের জন্য প্রতিদিন প্রায় হাজার খানেক টাকা ব্যয় হয়। কালো মানিকের খাবারের তালিকায় আছে প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস।

ফ্যানের বাতাস ছাড়া কালো মানিক থাকতে পারে না অস্ট্রেলিয়ান এই ষাঁড় টি বিদ্যুৎ না থাকলেও কালো মানিকের জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে, প্রতিদিন কয়েকবার করে গোছল করাতে হয় এই গরুটিকে। গোছলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠান্ডা না লেগে যায় কালো মানিকের ।
রয়েছেন জাকির হোসেন।
হাটের তত্বাবধানে থাকা জাকির হোসেন সার্বিক বিষয়ে বলেন,গতবছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এবছর ভাল মানের গরু উঠেছে বাজারে। ব্রীজের নীচে নদীর পাশে একটি বড় আকারের গরু উঠেছে। যার ওজন প্রায় ১০০০ কেজি বা ২৫ মন,গরুটি দেখতে বেশ ভাল।এসময় জাকির হোসেন ক্রেতাদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সাধ্যের মধ্যে ভাল মানের গরু ক্রয় করতে চান, তাহলে তারা আগানগর আমবাগিচা পশুর হাটে আসতে পারেন।এখানে ক্রেতা ও বিক্রেতাদের সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host