বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে জাটকা মাছ বিক্রি করায় ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড
রাজধানীর কেরানীগঞ্জে জাটকা মাছ বিক্রি করায় বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
শুক্রবার পহেলা মে সকালে কেরানীগঞ্জের বিভিন্ন বাজার পরিদর্শন করে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
পরে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া মাছ বাজারে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে, জাটকা মাছ বিক্রি করার অপরাধে দুই মাছ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেকককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা।
কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ বিক্রি করা যাবে না। আপনারা কেউ জাটকা মাছ বিক্রি ও ক্রয় করবেন না। কেরানীগঞ্জের কোন বাজারের যদি জাটকা মাছ বিক্রি হয় সাথে সাথে উপজেলা প্রশাসনকে জানাবেন।