রবিবার, ২৭ Jul ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

কেরানীগঞ্জে সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে ।দোকান মালিকদের জরিমানা করেন ভ্রামমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট। 

কেরানীগঞ্জে সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে ।দোকান মালিকদের জরিমানা করেন ভ্রামমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট।
কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু।
সরকারী নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখার দায়ে ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
 গতকাল রাতে আটটার দিকে কেরানীগঞ্জের মডেল থানাধীন জিনজিরা কদমতলী জনি টাওয়ার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা মডেল এসিল্যান্ড ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আলাউল। দুই ঘন্টা ব্যাপী অভিযানে কয়েকটি দোকান মালিককে জরিমানা করেন ভ্রামমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট আলাউল সাংবাদিকদের জানান, সরকারী নির্দেশনা হচ্ছে রাত আটটার পর সব ধরনের দোকান (খাবার ও ওষুদের দোকান ব্যতিত) বন্ধ রাখা। কিন্তু সে নির্দেশনা অমান্য করে যারা দোকানপাট খোলা রেখেছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদন্ড ও জেল প্রদান করা হচ্ছে।
প্রাথমিকভাবে সতর্ক করার লক্ষে সামান্য জরিমানা করা হয়েছে। পরবর্তিতে যারা এই নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের এই ভ্রাম্যমান আাদালত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host