শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ যৌতুক মামলায় পরোয়ানাভুক্ত আসামী রুবেল (২৯) রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! ঠাকুরগাঁওয়ে বিআরটিএ টাকা ছাড়া মেলে না ড্রাইভিং লাইসেন্স ! কেরানীগঞ্জে জনতার সহায়তায় র‍্যাব পরিচয়ে যাত্রীবাহি বাসে ডাকাতির সময় পাঁচ ডাকাত আটক। ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশনের মতবিনিময় সভা । ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী জিল্লুর (৩২) রাজধানীর লালবাগ থানা এলাকায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ণের দাবি অব্যাহত। ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন। কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খন্ডিত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

কনস্যুলেট সেবা সৌদি প্রবাসীদের দোরগোড়ায়, ছুটির দিনে তাবুক শহরের কর্মীরা সেবা পেয়ে খুশি

কনস্যুলেট সেবা সৌদি প্রবাসীদের দোরগোড়ায়, ছুটির দিনে তাবুক শহরের কর্মীরা সেবা পেয়ে খুশি

মিয়া আবদুল হান্নান : সংবাদদাতা

করোনা মহামারি সংক্রমণের দীর্ঘ ৬ মাস পর ছুটির দিনে সৌদি আরবের ঐতিহাসিক তাবুক শহরে প্রবাসী বাংলাদেশি কর্মীরা কনস্যুলেট সেবা পেয়ে অত্যন্ত খুশি। পাসপোর্ট নবায়ন, আউটপাস গ্রহণ, কফিলের কাছ থেকে বকেয়া পাওনা আদায়ের প্রক্রিয়াসহ যাবতীয় আইনী সহায়তা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে জেদ্দাস্থ বাংলাদেশ কনসাল জেনারেল গত শুক্র ও শনিবার যথাযথ উদ্যোগ নিয়েছে। জেদ্দাস্থ কনসাল জেনারেল এর অফিসের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে। তাবুক সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম কোণের তাবুক রিজিওনের রাজধানী তথা প্রধান শহর। এটি সৌদি আরব-জর্ডান সীমান্তের নিকটবর্তী প্রখ্যাত শহর। তাছাড়া এটি লোহিত সাগর অতিক্রম করে মিশর অভিমুখী অঞ্চল। শহরটি কৃষি কাজের উপযুক্ত এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য বিখ্যাত। আর অসংখ্য বাংলাদেশি নাগরিক তাবুকে কৃষি কাজে নিয়োজিত। লক্ষাধিক বাংলাদেশি তাবুক শহরে বসবাস করেন। কৃষি কাজের পাশাপাশি তারা বিভিন্ন পেশায় যেমন মহিলা গৃহকর্মী, কনস্ট্রাকশন ওয়ার্কার, কার্পেন্টার, প্লাম্বার, মেইনটেনেন্স ওয়ার্কার, ড্রাইভারসহ নানা পেশায় নিয়োজিত ।কোভিড পরিস্থিতির কারণে সউদী সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৬ মাস পর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা হতে প্রায় ২৪ জন কর্মকর্তা কনসাল জেনারেল নাজমুল হকের নেতৃত্বে সরাসরি সেখানে তাদের বিভিন্ন সেবা যেমন পাসপোর্ট রি ইস্যু, প্রবাসী মেম্বারশীপ কার্ড ইস্যু-ডেলিভারী, স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় যারা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে ইচ্ছুক, তাদের বিষয় প্রসেস করা, আউটপাস ইস্যুসহ প্রবাসী বাংলাদেশিদের নানামুখী আইনী সহায়তা প্রদান, সোনালী ব্যাংকের মাধ্যমে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড ইস্যুসহ বিভিন্ন ধরনের সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্দেশ্যে সেখানে ২ দিন অবস্থান করেছেন। বিশেষভাবে উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী` ইমরান আহমদের নির্দেশনা মোতাবেক সদ্য সৌদি ফেরত প্রবাসী বাংলাদেশি যারা হোটেল কোয়ারেন্টিনে সম্পন্ন করেছেন তাদের অনুকূলে সরকারি ভর্তুকি হিসেবে ২৫০০০ টাকার আবেদন গৃহীত হয়েছে। কনস্যুলার ট্যুরের যাবতীয় কার্যক্রম কনসাল জেনারেল নাজমুল হক সরাসরি নিজেই তত্ত্বাবধান করেছেন। তিনি নিজেই প্রবাসীদের কথা সরাসরি শুনছেন এবং তাৎক্ষণিক সমাধান করার জন্য যথাযত ব্যবস্থা নিচ্ছেন। প্রবাসীদের নানাবিধ সমস্যা যেমন কফিল কর্তৃক হুরুপ প্রদান, বেতন ভাতাদি সঠিকভাবে না পাওয়াসহ বহুবিধ সমস্যা কনস্যুলেটের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোঃ আমিনুল ইসলাম, দ্বিতীয় সচিব কে এম সালাহউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, কল্যাণ কর্মকর্তা মাশুকুর রহমান ও অনুবাদক মোঃ মুমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দ্রুত সমাধানের লক্ষ্যে যথাযথ আইনী পরামর্শসহ এস ই পি-এর আওতায় যারা দেশে যেতে ইচ্ছুক তাদের আবেদন প্রসেস করছেন। কনস্যুলেট কর্মকর্তাগণের এমন উদ্যোগে রেমিট্যান্স যোদ্ধারা অত্যন্ত খুশি। তারা এমন ফলপ্রুসু কার্যক্রমে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এই সেবাটি যদি জেদ্দায় গিয়ে নিতে হতো তাহলে কোম্পানী হতে বিনা বেতনে কমপক্ষে ২ দিন ছুটি নিতে হতো। কিন্তু কনস্যুলেট পরিচালিত এমন প্রদেশভিত্তিক কনস্যুলার ট্যুরের মাধ্যমে তারা স্বস্থানে বসে ছুটির দিনেই সেবাটি পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host