সোমবার, ২১ Jul ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

মি. বাংলাদেশ বডি বিল্ডার২০২২ এর প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

 

 

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন মি. বাংলাদেশ ২০২২ এর প্রথম স্থান অর্জন করেছেন কেরানীগঞ্জ এর কৃতিসন্তান মোঃ তানভীর ইসলাম।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশন আয়োজিত মি. বাংলাদেশ ২০২২ প্রতিযোগিতায় প্রায় ৩০জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছেন। কেরানীগঞ্জের কৃতী সন্তান মোহাম্মদ তানভীর ইসলাম। তিনি কেরানীগঞ্জ মডেল থানার বন্ডক ডাকপাড়া এলাকার বাসিন্দা।মোহাম্মদ তাজুল ইসলাম এর পুত্র।

মাত্র ২১ বছর বয়সেই এই সাফল্যের অধিকারী হলেন তানভির ইসলাম। ভবিষ্যতে তার সাফল্য কামনা করে শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (NOC) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে গ্লোবাল কোম্পানির চেয়ারম্যান নাফিসুর রহমান, প্রথম পুরস্কারের শিরোপা ও নগদ অর্থ, তানভীর ও তার মা সীমা বেগমের হাতে তুলে দেন।

তানভীর ইসলামের বড় ভাই এমিলী জানায়, ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি অন্যরকম আকর্ষণ ছিল তানভীরের, তবে অন্যান্য খেলাধুলার চেয়ে বডি বিল্ডিংয়ের প্রতি টান ছিল একটু বেশি। নিজেকে স্মার্ট ও ফিট রাখতে সব সময় পছন্দ করতেন তিনি। শখের বসে বডি বিল্ডিংয়ে নাম লেখালেও ২০১৮ সালে জাতীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে তৈরি করতে শুরু করে তানভীর।

পরে ২০২০ সালে মিস্টার বাংলাদেশ শরীর গঠন প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে ১০ নাম্বার স্থান অর্জন করেন। পরবর্তীতে তানভীর ২০২১সালে মিস্টার বাংলাদেশের তৃতীয় স্থান অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host