বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
বুড়িগঙ্গায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক শিশু(৫)র লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। রবিবার দুপুর ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পোস্তগোলা কুশিয়ার ঘাট বরফ কলের বরাবর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় শিশুটির পরনে ছিল সাদা প্রিন্টের পাজামা ও ফুলহাতা হুডি গেঞ্জি। তবে গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিল।
সদরঘাট নৌ থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, কচুরিপানার সাথে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করি। লাশের পরিচয় শনাক্ত জন্য ওয়ারলেস মারফত বিভিন্ন স্টেশনে সংবাদ প্রেরণ করা হয়েছে।