বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
প্রতারক স্বামীর ফাঁদে পড়ে সর্বস্বান্ত নববধূ।
নিজস্ব প্রতিবেদক।
এক চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে এক প্রতারক স্বামীর বিরুদ্ধে। জানা গেছে, প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্কের পর মাত্র এক সপ্তাহের মধ্যেই বিয়ে করেন ওই দম্পতি।
প্রতারক ওই স্বামী রংপুর এলাকার নজরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩৪)। সে পেশায় একজন রাইড শেয়ার কারী। সেই থেকে দুজনের পরিচয় এরপর বিয়ে। বিয়ের পর নববধূকে নিয়ে মিরপুর ১৩ নম্বর এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন দুজন।কিন্তু বিয়ের ১৪দিন পার হতে না হতেই প্রকাশ পায় আসল চরিত্র। স্বামী বিভিন্ন কৌশলে স্ত্রীর কাছ থেকে ৩ লক্ষ টাকা
-পয়সা স্বর্ণ অলংকার হাতিয়ে নেয় এবং পরে স্ত্রীকে ফেলে উধাও হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নববধূ সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ভালোবাসার অভিনয় করে বিশ্বাস অর্জন করেছিল স্বামী। বিয়ের পরপরই আর্থিক সমস্যার অজুহাতে স্ত্রীর কাছ থেকে টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার কিছুদিনের মধ্যেই যোগাযোগ বন্ধ করে উধাও হয়ে যায়। প্রতারক স্বামী মোশারফ হোসেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নববধূ আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা বিষয়টিকে সরল প্রেম নয়, বরং পরিকল্পিত প্রতারণা হিসেবে দেখছেন।
একটি সত্য জানায় এর আগেও এই প্রতারক মোশারফ একাধিক বিয়ে করেছেন এবং সেখান থেকে টাকা পয়সা নিয়ে উধাও হয়েছেন।
সবাইকে এই প্রতারক হইতে সাবধান ।