বুধবার, ০৯ Jul ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের। ৬ই জুলাই রোজ রোববার লালবাগ থানা বিএনপি ২৩ নং ওয়ার্ডের সভাপতি সাঈদ হোসেন সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী কেরানীগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপির সমাবেশ অনুষ্ঠিত। গণতন্ত্রের শপথে শহীদদের পাশে কেরানীগঞ্জের তরুণেরা। ২৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ও মাদক বহনে প্রাইভেটকার জব্দ। আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত চান্দ্রা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কৃষক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পিবিআই’য়ের অভিযানে, ২ কোটি ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চক্রের দুই সদস্য গ্রেফতার।

পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান

পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর।।

চাঁদপুর শহরের জোর পুকুর পাড় সংলগ্ন মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং।
ঢাকার জনপ্রিয় সংরক্ষিত রেস্টুরেন্ট ব্র্যান্ড স্বত্বাধিকার ‘কাচ্চি ডাইন’ এর নাম ও লোগো সাথে মিল রেখে চাঁদপুরে গড়ে ওঠে এই কাচ্চি ডাইনিং।
যা নিয়ে নিয়মিত স্বর্গল পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ও জাতীয় স্থানীয় একাধিক গণমাধ্যমে।

কাচ্চিডাইনিং এ আশা আরিয়ান, হোসাইন, রাকিব, নামে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে কাচ্চির অর্ডার করেন। তাদের কাচ্চির প্লেটে খাসির সঙ্গে গরুর মাংস পাওয়া যায়।
বিষয়টি তিনি ডাইনিং এর ওয়েটারকে জানালে, রেগে যায় ।
পরে এটি প্রমাণ রাখার জন্য ভিডিও করা হয়। ভিডিও করতে দেখে দায়িত্বশীল একজন এসে তিনি ক্যামেরা বন্ধ করতে বলেন।
মোবাইল ক্যামেরা বন্ধ না করায় ঐ ব্যক্তি ভজন প্রেমীদের সাথে রুদ্ধ আচরণ করেন।
আরিয়ান হোসাইন, রাকিব এ সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেন,আজ আমরা ‘কাচ্চি ডাইনিংয়ে গিয়ে হতাশ! আমরা অর্ডার করি দুইটা খাসির কাচ্চি, অনেক ভিড় থাকায় এক ঘণ্টা লেট করে কাচ্চি আসে। তিনশ টাকা প্লেট হিসেবে কাচ্চির পরিমাণ ও মাংসের সাইজ ঠিকঠাকই ছিল।
বিপত্তি বাধে খাওয়ার সময়, এক প্লেট কাচ্চিতে মাথার চুল পাওয়া যায় ।
খাওয়া শুরু করার পর বুঝতে পারি, মাংস দুই পিসের মধ্যে এক পিস গরু আরেক পিস খাসি।
চার টেবিলে একইভাবে খাবার পরিবেশন করা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সোশ্যাল মিডিয়া ভিডিও র ভিত্তিতে সঠিক তথ্য যাচাই করতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তথ্য সঠিক হওয়ায় ভোজন প্রেমীদের সাথে প্রতারণা সহ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া বিভিন্ন পণ্য সহ ভেজাল খাদ্যদ্রব্য থাকায় প্রতিষ্ঠানটিকে ৮, হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে শহরের মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কাচ্চি ডাইনিংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া বাদামের শরবত ও বিভিন্ন খাদ্য সামগ্রী পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে কাচ্চি ডাইনিং এর ম্যানেজার কাজী মাসুম বলেন ‘সম্প্রতি আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে কিছু বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে, যা আমাদের ধর্মীয় মূল্যবোধ, খাদ্য নিরাপত্তা ও ব্যবসায়িক নৈতিকতার পরিপন্থী। প্রথমত, আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, চাঁদপুর কাচ্চি ডাইনিং-এর মেনুতে কোনো বিফ (গরুর মাংস) আইটেম নেই। আমরা শুধুমাত্র খাসির কাচ্চি পরিবেশন করে থাকি।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host