বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
নসরুল হামিদ বিপু’র দিক নির্দেশনা বাস্তবায়নে
কেরাণীগঞ্জে কাজ করে যাচ্ছেন শাহীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ-
করোনা ভাইরাসে আতঙ্কিত দেশের প্রতিটি জনপদে সংক্রমণ এড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী মহল ইতোমধ্যে জারী করেছে কতিপয় নির্দেশনা।
আর এ সকল নির্দেশনা বাস্তবায়নে মহানগরী, জেলা ও উপজেলা তথা মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। দেশের অন্যান্য স্থানের মতো যখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে জনমনে, তখন কর্তব্যনিষ্ঠা দিয়ে নিজেকে মেলে ধরেছেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। স্থানীয় সাংসদ নসরুল হামিদ বিপুর দিক নির্দেশনা অনুযায়ী করোনা রোধে কেরাণীগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিরামহীন ছুটে চলছেন তিনি।
সেইসাথে ন্যায়-নিষ্ঠা ও সততার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শাহীন আহমেদ। আতঙ্কিত মানুষকে সচেতন করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের খোঁজ-খবর নিচ্ছেন প্রতি মূহুর্তে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপু ও শাহীন আহমেদের নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি নইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে দুই ধাপে বিতরন করা হয়েছে চাল,ডাল,তেল,আলু,পেয়াজ ও লবণ। শাহীন আহমেদ নিজে উপস্থিত থেকে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে এবং কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও তাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে দিয়ে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়ার ব্যবস্থা করেছেন। এটি ছিলো নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ।
নসরুল হামিদ বিপু’র একান্ত ব্যাক্তিগত সহকারি সচিব ম.ই মামুনও এসব দরিদ্র পরিবারের অসহায় মানুষদের খোজ খবর নিচ্ছেন এবং তাদের কাছে উল্লেখিত খাদ্য সহযোগিতা পৌছে দিতে সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন।
এ ব্যাপারে কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগনের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নরুল হামিদ বিপুর দিক নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই আমরা আমাদের ব্যাক্তিগত তহবিল থেকে দুইদফায় প্রায় পঞ্চাশ হাজার পরিবারে খাদ্য সহায়তা হিসেবে পৌছে দেয়া হয়েছে চাল,ডাল,তেল, আটা,আলু,পেয়াজ ও লবণ । তাছাড়া করোনা প্রতিরোধে জনসচেতনতা মূলক সকল প্রকার প্রচার প্রচারনা ও দিক নির্দেশনা মূলক কার্যক্রমও চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরাও এসকল কাজে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন বলেও তিনি জানান।#
কেরাণীগঞ্জ থেকে
১০-০৪-২০২০ইং।