শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরাণীগঞ্জে সাড়ে তিন কোটি টাকা উদ্ধারের দাবীতে মিশরিয়ানের আর্তনাদ। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত না হলে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না — এড. শাহজাহান মিয়া কেরাণীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি গাড়ি উদ্ধার। কেরানীগঞ্জে অটোচালক বাচ্চু হত্যা ও অটো ছিনতাই মামলায় ৪ জন গ্রেফতার।ছিনতাইকৃত অটোর ০৪টি ব্যাটারী উদ্ধার। ঢাকা জেলার ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫ (পনেরো) কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার। কামরাঙ্গীরচরে রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ। ঢাকা-৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনির দুর্গাপূজা মন্দির পরিদর্শন। কেরানীগঞ্জে বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন । ঢাকা জেলা পুলিশ সুপার। কণ্ঠশিল্পী রাকা পপি নিয়ে এলেন দূর্গা পূজোর দুইটি গানের মিউজিক ভিডিও।

চোরের ফাঁদে ব্যাংক কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় গ্রেফতার ৩জন।

চোরের ফাঁদে ব্যাংক কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় গ্রেফতার ৩জন।

স্টাফ রিপোর্টার

কেরাণীগঞ্জে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ এক ব্যাংক চুরির ঘটনা। গত ৯ জুন রাতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে অবস্থিত আইএফআইসি ব্যাংক পিএলসি-র রুহিতপুর উপশাখার পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে ভল্ট ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় ১৫ লাখ ৩০ হাজার টাকা।

অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে, এরপর বিশেষ যন্ত্রপাতির সহায়তায় ভল্ট ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়। তবে পুলিশের দক্ষতা ও গোয়েন্দা নজরদারিতে এ ঘটনার রহস্য দ্রুত উন্মোচিত হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) দক্ষিণ, মো. তরিকুল ইসলামের সরাসরি নেতৃত্বে একাধিক টিমে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ তদন্তে প্রথমে ধরা পড়ে ব্যাংকটির সিকিউরিটি গার্ড মো. সিয়াম (২১)। তার কেরাণীগঞ্জের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় নগদ ৭ লাখ ৪০ হাজার টাকা। পরে গ্রেফতার হয় আলআমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। আলআমিনের বাসা থেকে উদ্ধার হয় ২ লাখ ৪০ হাজার এবং ইমরান শেখের মাদারীপুর সদরের বাসা থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৪০ হাজার টাকা।

এ পর্যন্ত পুলিশ ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে, যা চুরি যাওয়া টাকার প্রায় পুরোটাই।

গ্রেফতারকৃত আসামিরা:

১. মো. সিয়াম (২১) – পিতা: নান্নু গাজী, সাং: কল্যাণ কলস, পটুয়াখালী।
২. আলআমিন (৩০) – পিতা: মৃত মজিদ হাওলাদার, সাং: কল্যাণ কলস, পটুয়াখালী।
৩. ইমরান শেখ (২৬) – পিতা: আক্তার শেখ, সাং: খামারপাড়া, মাদারীপুর সদর।

উদ্ধারকৃত আলামত:

চুরি যাওয়া নগদ ১৫,২০,০০০/- টাকা

০১টি ডিভিআর এর হার্ডডিস্ক

০১টি লোহার শাবল

০১টি চাকু

০১টি গ্রাইন্ডিং মেশিন

পুলিশ জানিয়েছে, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায় এবং ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে আধুনিক কৌশল ব্যবহার করে। চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার হয়েছে।

এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই সফলতা কেরাণীগঞ্জবাসীর নিরাপত্তার ক্ষেত্রে নতুন আশার আলো যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host