শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে ঢাকা – ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীতা উচ্চ আদালতে বৈধ ঘোষণা কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত। ডিইসি আইকনিক স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল বিদেশী মদসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। ভিজ্যুয়াল আর্ট ক্লাবের পিকনিক–২০২৬ অনুষ্ঠিত। ঢাকা ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদের হাতে ফুলের শুভেচ্ছা জানান মোস্তাফিজুর রহমান মোস্তাক। গাজী আন্তর্জাতিক সাহিত্য ভূবনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। দিয়ামনি ই কমিউনিকেশনের পাবনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা নানা আয়োজনে অনুষ্ঠিত হলো ওল্ড ঢাকা “৯৫” এর পিঠা উৎসব ও হাস পাটি।

চোরের ফাঁদে ব্যাংক কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় গ্রেফতার ৩জন।

চোরের ফাঁদে ব্যাংক কেরাণীগঞ্জে আইএফআইসি ব্যাংকে চুরির ঘটনায় গ্রেফতার ৩জন।

স্টাফ রিপোর্টার

কেরাণীগঞ্জে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ এক ব্যাংক চুরির ঘটনা। গত ৯ জুন রাতে কেরাণীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের বোডিং মোড়ে অবস্থিত আইএফআইসি ব্যাংক পিএলসি-র রুহিতপুর উপশাখার পেছনের ওয়াশরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে ভল্ট ভেঙে চুরি করে নিয়ে যাওয়া হয় ১৫ লাখ ৩০ হাজার টাকা।

অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রথমে ব্যাংকের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে, এরপর বিশেষ যন্ত্রপাতির সহায়তায় ভল্ট ভেঙে টাকা চুরি করে পালিয়ে যায়। তবে পুলিশের দক্ষতা ও গোয়েন্দা নজরদারিতে এ ঘটনার রহস্য দ্রুত উন্মোচিত হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) দক্ষিণ, মো. তরিকুল ইসলামের সরাসরি নেতৃত্বে একাধিক টিমে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ তদন্তে প্রথমে ধরা পড়ে ব্যাংকটির সিকিউরিটি গার্ড মো. সিয়াম (২১)। তার কেরাণীগঞ্জের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় নগদ ৭ লাখ ৪০ হাজার টাকা। পরে গ্রেফতার হয় আলআমিন (৩০) ও ইমরান শেখ (২৬)। আলআমিনের বাসা থেকে উদ্ধার হয় ২ লাখ ৪০ হাজার এবং ইমরান শেখের মাদারীপুর সদরের বাসা থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৪০ হাজার টাকা।

এ পর্যন্ত পুলিশ ১৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে, যা চুরি যাওয়া টাকার প্রায় পুরোটাই।

গ্রেফতারকৃত আসামিরা:

১. মো. সিয়াম (২১) – পিতা: নান্নু গাজী, সাং: কল্যাণ কলস, পটুয়াখালী।
২. আলআমিন (৩০) – পিতা: মৃত মজিদ হাওলাদার, সাং: কল্যাণ কলস, পটুয়াখালী।
৩. ইমরান শেখ (২৬) – পিতা: আক্তার শেখ, সাং: খামারপাড়া, মাদারীপুর সদর।

উদ্ধারকৃত আলামত:

চুরি যাওয়া নগদ ১৫,২০,০০০/- টাকা

০১টি ডিভিআর এর হার্ডডিস্ক

০১টি লোহার শাবল

০১টি চাকু

০১টি গ্রাইন্ডিং মেশিন

পুলিশ জানিয়েছে, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটায় এবং ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে আধুনিক কৌশল ব্যবহার করে। চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার হয়েছে।

এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই সফলতা কেরাণীগঞ্জবাসীর নিরাপত্তার ক্ষেত্রে নতুন আশার আলো যোগ করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host