সোমবার, ২১ Jul ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
কেরানীগঞ্জে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ওহিদা বেগম (৫০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে আনুমানিক ১,৮৭,৫০০ (এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা মূল্যের মূল্যমানের সাড়ে সাত কেজি গাজা সহ হাতেনাতে ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১২৫০ টাকা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবত কেরানীগঞ্জ ও এর আশেপাশে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।