মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩ জন এবং আহত হয়েছে আরও ৩ জন। রোববার (৫ জুন ) বিকাল ৪ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার সড়কে লেগুনা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইমন (১৮) ও শিফাত (১৭)। আহতদের মধ্যে নাহিদের (১৫) এ অবস্থা আশংকাজনক বলে জনিয়েছেন ডাক্তার। আহত লেগুনা ড্রাইভারের পরিচয় জানা যায়নি। নিহত ইমন উপজেলার কলাতিয়া ইউনিয়নের বেলনা গ্রামের মোঃ মুসলিম উদ্দিননের ছেলে এবং শিফাত রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের গোলাম হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু কোনাখোলা থেকে রোহিতপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লেগুনা (ঢাকা মেট্রো-ছ-১১ ২৭ ৩৮) ডান দিকে গিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে আরোহী ৩ জনই মারাত্মকভাবে আহত হয়। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক ইমন ও শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত নাহিদ মুগারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

অপর দিকে উপজেলার হযরতপুর ইউনিয়নের কলাতিয়া-হেমায়েতপুর সড়কে প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৫-৩৪২৭) ও সিএনজি (ঢাকা থ ১৪-১১১৪) মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল মামুন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (৫ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে আলীপুর ব্রিজ সংলগ্ন কাজীকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার নিলাম্বর পট্রি এলাকার অলি উল্লার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host