বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে নতুন করে ২জন করোনা ভাইরাস শনাক্ত মোট ১৬
মোঃইমরান হোসেন ইমু।.নিজস্ব প্রতিনিধিঃ
প্রতিদিনই কেরানীগঞ্জে আক্রান্ত হওয়ার সংখ্যাটা ভারি হচ্ছে।আজ নতুন করে কেরানীগঞ্জের আরও ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কেরানীগঞ্জে ১৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন জানান, শুক্রবার পর্যন্ত কেরানীগঞ্জে ১৪ জনকে সনাক্ত করা হয়েছে।শনিবার আরও ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সবমিলিয়ে কেরানীগঞ্জে ১৬ জন আক্রান্ত মানুষকে শনাক্ত করা হয়েছে। শনিবার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে ৩৫ বছরের এক ব্যক্তির শরীরে করোনার সংক্রমন ধরা পড়ে।এদিকে একের পর এক করোনা আক্রান্ত শনাক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে উপজেলার ৫টি ইউনিয়ন লকড ডাউন ঘোষনা করেছে প্রসাশন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান সোহেল জানান, গত ৬ এপ্রিল জিনজিরা ইউনিয়ন লকডাউন করা হয়। এরপর ৮ এপ্রিল রাতে আগানগর, শুভাঢ্যা, কালিন্দী ও শাক্তা ইউনিয়ন লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, লকডাউনে থাকা পরিবারগুলোর মধ্যে যারা অসহায় দু:স্থ তাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।
কেরানীগঞ্জের প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সনাক্ত হয় ৫ এপ্রিল দুপুরে। ৬দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬।।১২.৪.২০২০. ইং