বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার।
কেরানীগঞ্জ সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০-এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার ৩৭ হাজার ৭০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার কাছে অভিযান চালিয়ে নিউ বলেশ্বর নামের একটি এসি বাস থেকে এই মাদক উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনার জ্যোতি খাতুন (২৫) ও তার স্বামী রানা বেগ (৩৫), বরিশালের মো. সোহেল মোল্লা (৩৩), এবং পিরোজপুরের শান্তা ইসলাম (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টা ১৫ মিনিটে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। জ্যোতি খাতুনের শরীরে টেপ দিয়ে মোড়ানো তিনটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ সময় মাদক বেচাকেনায় ব্যবহৃত নগদ ১০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে অভিনব কৌশলে সারা দেশে সরবরাহের কথা স্বীকার করেছে। র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।