বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার।

কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়

ঢাকা-মাওয়া মহাসড়কের রাতের আতঙ্ক আন্তঃজেলা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

সোমবার (০৩ জানুয়ারি) দুপুরের কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর প্রেসবিফ্রিংয়ের লিখিত বক্তব্যের মাধ্যমে এই তথ্য জানান

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে এবং ডিবি পুলিশ এর যৌথ অভিযানে ডাকাতদের বিভিন্ন জেলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো মো. মোতালেব, রুবেল ব্যাপারী, ছোট রুবেল, ইয়াকব, রানা, সোহাগ, মনির ও জুয়েল কে গ্রেফতার করা হয়।

শাহাবুদ্দিন কবীর আরও জানান, এই ডাকাতরা গত ১৩ ডিসেম্বর রাতে সুমন আলী একটি প্রাইভেটকারে করে মুন্সীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে একদল ডাকাত তার গাড়ি থামিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকা, মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। তাছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন গত ০২ সেপ্টেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কে একজন প্রবাসী ব্যক্তির গাড়ি থামিয়ে বৈদেশিক মুদ্রাসহ নগদ টাকা ও মেবাইলফোন ছিনিয়ে নিয়ে যায় এবং উক্ত ডাকাতরা গত ১৩ জুন অপর এক ব্যক্তির গাড়ি থামিয়ে নগদ টাকা ও মেবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। এদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৩টি মামলা রয়েছে। আটককৃত ডাকাতদের স্বীকারোক্তি অনুসারে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা ঢাকা মাওয়া মহাসড়ক, ঢাকা চট্রগ্রাম মহাসড়ক, গাজীপুর সিলেট মহাসড়ক সমূহে ডাতাতি করত।

তাদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে প্রেসবিফ্রিংয়ের জানানো হয়। উক্ত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host