বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
কেরাণীগঞ্জে ডাক্তার ও পুলিশসহ নতুন আরো চারজন আক্রান্ত
গত ২৪ ঘন্টায় কেরাণীগঞ্জে নতুন করে আরো ৪ জন করোনা আক্রান্তের খবর দিয়েছে কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ নিয়ে কেরাণীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার, একজন সহকারী এসিস্ট্যান্ট, একজন পুলিশ ও অন্যজন ৫৫ বছর বয়সী এক পুরুষ। আজ ২০ এপ্রিল সোমবার এসব তথ্য জানিয়েছেন কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসাইন। নতুন আক্রান্ত এ ৪ জনের মধ্যে একজন কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক, আরেকজন একই প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। বাকি ২ জনের একজন কেরাণীগঞ্জ মডেল থানায় কর্মরত এসআই এবং অন্যজন শাক্তা ইউনিয়নের সাধারণ বাসিন্দা। তবে তারা কে কি ভাবে আক্রান্ত হয়েছেন তার উত্তর নেই কারো কাছেই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, আমাদের বাঁচার এক মাত্র উপায় ঘরে থাকা। এক বেলা কম খেয়ে হলেও আমাদের আরো ১০/১৫ দিন সবাই কে ঘরে থাকতে হবে। তিনি বলেন ,এই পর্যন্ত কেরাণীগঞ্জে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে ৪৬ জন কে পজিটিভ পেয়েছি যা যথারীতি উদ্বেগের বিষয়।