বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক গাঁজা, ইয়াবা এবং হেরোইনসহ ৪জন গ্রেফতার। হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  খানসামায় সরকারি কোয়ার্টারে থেকেও বাড়ীভাড়া উত্তোলনের অভিযোগ। পত্রিকায় নিউজ প্রকাশের পর আলোচিত সেই কাচ্চি ডাইনিংয়ে ভোক্তা অধিকারের অভিযান সূত্রাপুর থানায় অপরাধ দমনে ওসি সাইফুল ইসলামের বলিষ্ঠ নেতৃত্বে গতিশীল পুলিশিং বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের।

করোনার লড়াইয়ে কেরাণীগঞ্জের দুই সাহসী যোদ্ধা সোহেল-সানজিদা

করোনার লড়াইয়ে কেরাণীগঞ্জের দুই সাহসী যোদ্ধা সোহেল-সানজিদা     
নিজস্ব প্রতিবেদক,কেরাণীগঞ্জ-
করোনা নামক একধরনের অনুজীবের সাথে লড়ছে সারা বিশ্ব। এ লড়াইয়ে যুক্ত বাংলাদেশও। করোনা যুদ্ধে কেরাণীগঞ্জের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলা মাত্র কয়েকজন সাহসী প্রশাসনিক কর্মকর্তা বর্তমান চলমান এ পরিস্থিতি মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম দু’জন যোদ্ধার নাম সোহেল-সানজিদা। তারা দু’জনই উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কেরাণীগঞ্জের সহকারি কমিশনার(ভুমি)। সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন। তারা দু’জনেই কঠোর পরিশ্রমী ও সাহসীও বটে। তারপরও নানা প্রতিকুলতাকে উপেক্ষা করেও কাজ করতে হচ্ছে তাদেরকে। সাহসের ক্ষেত্রে এর আগেও তাদের ঝুড়িতে সুনাম অর্জিত আছে। এমন খবর আমাদের অনেকেরই অজানা নয়। সে যাই হোক বর্তমান পরিস্থিতিতে তাদের যে অবস্থান বা অর্জন তা কখনোই কেরাণীগঞ্জের মানুষ ভুলবে না। এমনটি জানিয়েছেন এখানকার বেশ কিছু অসহায় ও দরিদ্র পরিবারের লোকজন। জানিয়েছেন স্থানীয় বেশ কয়েকজন রাজণীতিবিদ ও জন-প্রতিনিধিারাও। স্থানীয় সংবাদ কর্মীদের কাছ থেকেও জানাগেছে তাদের প্রশংসার কথা। দিনরাত যেকোন সময়ে যে কারো ডাকেই এগিয়ে আসছেন তারা। বাড়িয়ে দিচ্ছেন তাদের দুখানি সায্যের হাত।
প্রতিদিনই জনসচেতনতামূলক কাজসহ বিদেশফেরত প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। চেষ্টা চালাচ্ছেন উপজেলার সব এলাকা ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত রাখার । প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়ে বিভিন্ন এলাকার জনসমাগম স্থানে পরিচালনা করছেন বিশেষ অভিযান। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে দুস্থদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। এছাড়া বিভিন্ন পয়েন্টে জনসমাবেশ এড়িয়ে জনগণকে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য উদ্বুদ্ধও করছেন তারা। মোটকথা
কেরাণীগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবিলায় দিনরাত কাজ করছে উপজেলা প্রশাসনের এই দুই কর্মকর্তা। সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে একেবারে জীবনবাজি রেখেই দিনরাত মাঠে আছেন তারা। জীবনবাজী রেখে যুদ্ধের মাঠে থেকেও মাঝে মাঝে তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন মজার মজার সব অভিজ্ঞতার কথা। যা অতীব বাস্তব এবং পাঠক মনে অনেকটা রসের সঞ্চারও করে থাকে। সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেলের ফেইজবুক ষ্ট্যাটাসের একদিনের একটু মজার অভিজ্ঞতার শেয়ার পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো- কোন এক বয়োবৃদ্ধ চাচাকে তিনি যে কথপোকথন করেছেন তা ছিল এরূপই চাচাকে তিনি বলেছিলেন-’চাচা এই জরুরি পরিস্থিতিতেও বাজারে বসে বিড়ি খান। চাচা শুনেই একটা টান দিলো,
ঊললাম, চাচা এদিকে আসেন। শুনেই চাচা আরো বড় একটা টান দিলেন।
বললাম,চাচা-শুনলাম বাজারে ম্যাজিস্ট্রেট আসছে। আপনার তো জরিমানা হবে। ব্যস্ত হয়ে চাচা জোরে শেষ টানটুকু দিয়ে পায়ের তলায় ফেলে পিশানি দিলেন। এরপরই চাচা পকেট থেকে মাস্ক বের করে মুখ পর্যন্ত আবৃত করিলেন। এভাবেই চাচারা বাজারে ঔষধ কিনতে আসেন’। এটা যেমন ছিলো কামরুল হাসান সোহেলের একটি মজার ষ্ট্যাটাস তেমনি সানজিদা পারভিনেরও রয়েয়েছে বাস্তবমুখী কিছু ষ্ট্যাটাস। এটা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিনের ফেইজবুক ষ্ট্যাটাসের একদিনের একটু মজার অভিজ্ঞতার শেয়ার পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো। তিনি লিখেছেন-
’ফেসবুক মেসেজে এক ভাই খুব আবেগময় ভাষায় লিখেছেন তার অমুক খুব বিপদে। ঘরে খাবার নাই, ছোট ছোট বাচ্চা। সাহায্য চেয়েও পান নি। সেই ভাই তার ফোন নাম্বারও দিয়েছেন। এতসব ছুটোছুটির মাঝেও ওই নম্বরে কল দিয়ে ত্রাণের কথা বলতেই ওপাশ থেকে কেউ একজন কড়া ভাষায় ধমক দিয়ে বললেন, ‘কিসের ত্রাণ। আমাকে চিনেন। আমি অনেকরেই ত্রাণ দিতে পারি জানেন!!!
হতভম্ব হয়ে বললাম, তাহলে তাই দিন পারলে কিছু মানুষকে!
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন বলেন, আমরা আমাদের সরকারি সব নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমাদেও জীবনের ঝুকি নিয়েও আপনাদের পাশেই আছি। খাদ্য সামগ্রী নিয়ে সাধ্যমত ছুটে চলেছি প্রত্যেকের বাড়ি বাড়ি। লোক লজ্জার ভয়ে অনেকেই ত্রান নিতে আসেন না। তাই আমরা ফোনের মাধ্যমে এই ত্রান সেবা শুরু করেছি। কেরাণীগঞ্জের যেকোন প্রান্ত থেকে যত লোকই আমাদের ফোন করছেন আমরা সাথে সাথে যেয়ে তাদের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে রোজ আমরা ছুটে যাই আপনাদের ভাল রাখতে। আপনাদের ঘরে রাখতে। আপনাদের কাছে খাবার বা ত্রাণ নিয়ে। কিন্তু জাতীর এই দু:সময়ে আপনার বা আপনাদের এধরনের সামান্য মজা বা ঠাট্টা আমাদের এতগুলো মানুষের জীবনকে আরো ঝুঁকিতে ফেলে দেয়। যারা প্রকৃত অর্থেই অভাবে আছেন তাদের কাছে আমাদের পৌছাতে দেরি করিয়ে দেয়। আসুনএই দুঃসময়ে এতটুকু মানবিক কী আমরা হতে পারিনা? আমরা সবাই ঘরের ভেতর থাকি । নিজে নিরাপদে থাকি। নিজের পরিবারকে নিরাপদে রাখি। অন্যকে ভালো থাকতে সহায়তা করি। অযথা কাউকে হয়রানি কিংবা বিভ্রান্তে না ফেলি।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জের মানুষকে প্রানঘাতি করোনার হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিয়মিতভাবে সচেতনতামুলক অভিযান পরিচালনা করে আসছি। দেশের এ সংকটের মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করে যাচ্ছি। করোনা সনাক্তদের সেবার ব্যবস্থার পাশাপাশি অন্যদের সতর্ক করছি। ইনশআল্লাহ সকলের সমবেত প্রচেষ্টায় এ সংকট কাটিয়ে উঠবো আমরা

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host