সোমবার, ২৮ Jul ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকা প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, নৌকা আমাদের শক্তি, নৌকা আমাদের সাহস যোগায় আর নৌকার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার বিকেলে বুড়িগঙ্গা নদীর জিঞ্জিরা ফেরিঘাটে হাসু পাঠশালা নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে এ দেশের বিশ্বাসঘাতকরা হত্যা করেছে, তিনি যদি বেঁচে থাকতেন আমার মনে হয় আজকে আমরা একটি শক্তিশালী দেশে পরিণত হতাম।

এ সময় শেখ হাসিনার জন্মদিনে হাসু পাঠশালার আয়োজনে ৭৬টি নৌকা প্রদর্শনীর মাধ্যমে ৭৬তম জন্মদিন পালন করায় হাসু পাঠশালার সংগঠনের সভাপতিকে ধন্যবাদ জানান আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী বলেন, আমেরিকা বলেছিল বাংলাদেশ তলাবিহীন, আজ শেখ হাসিনার হাত ধরে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা আজ উন্নত দেশের কাতারে আছি।

অনুষ্ঠান উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

মারুফা আক্তার পপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি মো. সাকুর হোসেন সাকু।ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান (বি পি এম) বার।

কেরানীগঞ্জ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার, শাহাবুদ্দিন কবির ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জামান সহ প্রমুখ।

এ ছাড়া কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন স্কুল কলেজের শিক্ষার্থীরা নৌকা ভরা স্বপ্ন শপথ গ্রহণ, আলোচনা সভা ও নৌকা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host