শুক্রবার, ২৫ Jul ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার। দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি বিরোধী অভিযানে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার । চাঁদপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজি: তিনজন গ্রেপ্তার। কেরানীগঞ্জে চাঁদা তোলার সময় হাতেনাতে গ্রেফতার ৫ জন। কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার। ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার । স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রজ্জব আলি পিন্টু ও সাবাহ করিম লাকি’র আজীবন বহিষ্কারদেশ এবং আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহবান যুবদলের।

ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে মাসুম (৩০) নামের এক যুবককে হত্যা করেন।

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

ঢাকার কেরানীগঞ্জে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে মাসুম (৩০) নামের এক যুবককে হত্যা করেছে।
বন্ধু জহিরুল ইসলাম অপু। এ ঘটনায় অপু ও তার সহযোগী রাসেলকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পারগেণ্ডারিয়া সাতপাখি কানাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার নুর মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি তার মাকে নিয়ে ওই এলাকার লোকমান মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও অপু বন্ধু ছিলেন। তারা দুজনে পারগেণ্ডারিয়া বড়ইতলা এলাকায় একটি ডক-ইয়ার্ডে রং মিস্ত্রির কাজ করতেন। মাসুম ও অপু এবং তাদের সহযোগী রাসেল মাদক ব্যবসাও করতেন। এই ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের মাঝে বিরোধ চলছিল বলে জানা যায়।

নিহত মাসুদের বড়ভাই শহিদুল ইসলাম বলেন, ‘আমি পাশের বাসায় (মাসুদের) ভাড়া থাকি। আমার ভাইয়ের বাসা থেকে মায়ের চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার ভাইকে অপু ছুরিকাঘাত করছে। দ্রুত ভাইয়ের বাসায় এসে অপুকে ধরে ফেলি। অপু আমাকেও ছুরিকাঘাতের চেষ্টা করে। পরে এলাকার লোকজন ছুটে এসে অপুকে ধরে পুলিশে সোপর্দ করে। আমার ভাইকে গলাকাটা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত অবস্থায় চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতাল নিয়ে গেলে সে মারা যায়। আমার ভাইয়ের হত্যায় জড়িতদের ফাঁসি দাবি করছি।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, আজ সকালে পারগেণ্ডারিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মাসুম নামে এক যুবককে খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনায় জড়িত জহিরুল ইসলাম অপু ও রাসেল ওরফে নয়া রাসেল নামে দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host