রবিবার, ২৭ Jul ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
কেরানীগঞ্জেও ১৫৩টি পূজা মণ্ডপে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
এবার হাতিতে সওয়ার হয়ে আসা নিদ্রিত দেবীর নিদ্রা ভাঙার বন্দনা পূজায় জেগে উঠবে মা দুর্গা। আগামি ৫ অক্টোবর নৌকায় চড়ে বিদায় নেবে দুর্গা দেবী।
গত দুবছর করোনা মহামারীর বিবর্ণভাবে উদযাপিত পুজা, এবার হবে জাঁকজমকপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি আর বেড়েছে মণ্ডপের সংখ্যাও।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর জানান, প্রতিটি মণ্ডপে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক আনসার সদস্য নিয়োজিত থাকবে। টহল পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে।