মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ঢাকা জেলা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও পিকাপ গাড়ি সহ ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন ডাকাত গ্রেফতার। কেরাণীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ফ্যাসিস্ট হাসিনার সহযোগীদের আইনের আওতায় আনা হবে — গয়েশ্বর কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালী। গণঅভ্যুত্থান দিবস ও সরকার পতনের বর্ষপূর্তিতে চাঁদপুরে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি। সীমাহীন যাত্রী ভোগান্তি চরমে কদমতলী এলাকায় ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জে তরুণরা। চাঁদপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কনে ফুটে উঠল রক্তাক্ত জুলাই ‘২৪-এর রঙে’ শিক্ষার্থীদের তুলিতে স্বাধীনতার বীরগাঁথা দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ভূমিদস্যু ও চাঁদাবাজ গ্রেপ্তার।

কেরানীগঞ্জের ব্যবসায়ী পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ড বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

কেরানীগঞ্জের ব্যবসায়ী পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ড
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শন

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

কেরানীগঞ্জের গার্মেণ্টস ব্যবসায়ী পল্লীর নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০কোটি টাকার ক্ষয় ক্ষতির কথা জানানো হয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে।

রবিবার দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে এ অগ্নিকান্ডোর ঘটনা ঘটে। মার্কেটটি তৈরী পোশাকের মার্কেট হওয়ায় আগুন  ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ। খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ, জ্বালানীও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এসময় প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ,যুগ্ম আহবায়ক ম.ই মামুন,শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেন,আগানগর ইউপি চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশী, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু,দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী  মোঃ মিরাজুুর রহমান সুমন,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু,শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মো.বাসের, কেরাণীগঞ্জ গার্মেণ্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো.স্বাধীন শেখ,সাধারন সম্পাদক মুসলিম ঢালী, সমিতির সাবেক সভাপতি আব্দুল আজিজ শেখ প্রমুখ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নুর সুপার মার্কেটটি টিন শেডের। এ মার্কেটে ৬ শতাধিক দোকান রয়েছে। রাত ৮টার মধ্যে তাদের মার্কেট বন্ধ করে দেয়া হয়। কিন্তু কিভাবে তাদের এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছেন কেরাণীগঞ্জ গার্মেণ্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতি কর্তৃপক্ষ।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি
স্বাধীন শেখ জানান, করোনার ধকল সামাল দিতে মাত্র নব উদ্যমে দোকান খুলে নতুন করে পুঁজি সংগ্রহ করে ব্যবসায়ীরা আবার ব্যাবসা শুরু করেছিল মাত্র।এর মধ্যে ভয়াবহ আগুনে তাদের সবকিছু কেড়ে নিল। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।
কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুসলিম ঢালী বলেন, মার্কেটটিতে প্যান্ট, জামা, পাঞ্জাবি, গেঞ্জিসহ তৈরি পোশাকের শত শত দোকান রয়েছে। আগুনে বেশিরভাগ দোকান পুড়ে গেছে। করোনার কারণে এখানকার বেশিরভাগ ব্যবসায়ী চরম লোকসানের মধ্যে আছেন। এ অবস্থায় এ আগুন তাদের পথে বসিয়ে দিয়েছে।
নুর সুপার মার্কেটের মালিক ব্যারিষ্টার শেখ ইসতিয়াক আহমেদ নিপু জানান, রোববার রাত ১১ টার দিকে আগুন লাগার খবর শুনতে পাই। অনেক দোকান আগুনে পুরে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় দুই শতাধিক দোকানদার। আমি তাদের প্রতি সহানুভুতি জানাচ্ছি। ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আমার সাধ্যমত সাহায্য করবো। আমি এলাকাবাসী সবাইকে বিপদের সময় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
মার্কেটের গলি অনেক সরু থাকায় অগ্নিনির্বাপক কর্মীদের বেশ
বেগ পেতে হয়েছে। এমন অভিযোগ এনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে মার্কেটে নিজস্ব কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে চাইলেও তাতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে মন্তব্য তার।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host