মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ইয়াবা,বিদেশী মদ ও বিয়ার সহ পাঁচজন আটক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরাণীগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারক্যান সহ পাঁচ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)
র্যাব-১০ মিডিয়া সেল থেকে আজ (১০ই সেপ্টেম্বর) শুক্রবার রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, আজ বিকেল পাঁচটার দিকে র্যাব- ১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দডাকপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে নাসির উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী ১০,০২০ (দশ হাজার বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল (০৯ সেপ্টেম্বর) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬২৫ (নয় হাজার ছয়শত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মফিজুল ইসলাম @ কুট্টি (২৮) নামের
এক মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জ মডেল থানাধীন ব্রাম্মনকিত্তা ও কালিন্দি ইউনিয়ন দেউশোর প্রজেক্টের গলি এলাকায় অভিযান চালিয়ে ৭২০ (সাতশত বিশ) ক্যান বিয়ার, ০৪ (চার) লিটার বিদেশী মদসহ মোঃ হাসান আলী (৪৫), মোঃ জুয়েল (৩৫) ও মোঃ সগির (৩৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রির ১০০০০/- টাকা উদ্ধার করা হয়
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, বিদেশী মদ ও বিয়ারসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।